মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে নতুন জাতীয় শিক্ষাক্রম-২০২৩ অনুসারে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণ মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড হস্তান্তর এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জেলার পৌরশহরের রোল করিশুন্ডা জয়েন্ট স্টেট (আর.কে.স্টেট) উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়৷
আর.কে.স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের পরিচালনায় বিদ্যালয়ের সভাপতি ফখরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন,সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী অভিভাবক বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন শিক্ষা-কার্যক্রম নিয়ে অভিভাবকদের নানা প্রশ্ন শোনে বক্তারা বলেন, এ শিক্ষা কার্যক্রমের ১২২ টি নির্দেশনা রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা থেকে বেড়িয়ে এসে আরো মেধাবী ও দক্ষ হয়ে উঠবে৷এতে করে শিক্ষার্থীদের আর আলাদা করে প্রাইভেট পড়তে হবেনা৷বাস্তব জীবনে তাদের যা কাজে আসবে সেগুলোই এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ গড়ে তোলা হবে৷
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.