রিফাত আরেফিন, যশোর ব্যুরো: ডাক ও কুরিয়ার সার্ভিস প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্প্রতি যশোরে এক কুরিয়ার সার্ভিস এর অফিসে এ ধরনের বড় একটি ঘটনা ধরা পরে, যার পরপরই এমন নড়েচড়ে বসল দপ্তরটি।
মূলত ডাক ও কুরিয়ার যোগে মাদকদ্রব্য পরিবহনের উত্তম মাধ্যম হিসেবে ব্যবহারকে রোধ করতে এ সভার আয়োজন। ১১ ফেব্রুয়ারি, রোববার ডাক, কুরিয়ার সার্ভিস ও এক্সপোর্ট কার্গো এর মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য রোদকল্পে যশোর জেলাধীন সকল ডাক ও কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার ও প্রতিনিধি গণের সঙ্গে 'মতবিনিময় সভা' এর আয়োজন করে অধিদপ্তরটি।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর সম্মানিত উপপরিচালক মহোদয় জনাব মোঃ আসলাম হোসেন উপস্থিত ম্যানেজার ও প্রতিনিধিদের সঙ্গে ডাক, কুরিয়ার সার্ভিস ও এক্সপোর্ট কার্গো এর মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য রোধকল্পে মতবিনিময় করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.