মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী :
নীলফামারীর ডিমলায় অটোবাইক চালকদের চার দফা দাবিতে ডিমলা সুটিবাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উদ্যোগে অটোবাইক চালকদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ৮ ফেব্রুয়ারী দুপুরে অনুষ্ঠানের শুরুতে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
ডিমলা সুটিবাড়ী মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর থেকে আগত নেতৃবৃন্দ ও স্হানীয় নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন, আলম হোসেন, সিয়াম হোসেন, সাজু ইসলাম, রশিদুল ইসলাম, ওমর ফারুক তারা মিয়া, আইনুল হক,লেবু মিয়া,আতাউর রহমান প্রমুখ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.