ডিমলা (নীলফামারী) প্রতিনিধি॥ উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে চলছে লড়াই।
তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৮-ফেব্রুয়ারি) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: রবিউল আলম প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারনণা চালাতে পারবেন। প্রতীক বরাদ্দ পাওয়া ৪ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ দলীয় মনোনীত এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটর সাইকেল) ও আমিনুর রহমান (আনারস)।
এর আগে গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারী নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ২০ ফেব্রুয়ারী যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩ শত ৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন।
ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, এই উপ-নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে মোট ১৬টি ভোট কেন্দ্রে আগামী ১৬ মার্চ ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.