মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী)॥ নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া (দয়াপাড়া) গ্রামের মৃত: চৌধুরী মামুদের পুত্র বীরমুক্তিযোদ্ধা মকফর হোসেন (৭০) গতকাল সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ২ পুত্র, ৩ কন্যা, ০২ স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৮ জানুয়ারি) ২ টায় ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সময় গার্ড অব অর্নার প্রদান করা হয়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএনও বেলায়েতে হোসেন।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, ডিমলা থানা পুলিশসহ সকল বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুলিশের কুজকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করে তার দাফনকার্য সম্পন্ন করে। তার মৃত্যুতে এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.