মোঃ আনোয়ার হোসেন, (ডিমলা) নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বাবুরহাট সুটিবাড়ী মোড় থেকে পুর্ব দিকের রাস্তার কালভার্ড পর্যন্ত ১কোটি চার লক্ষ টাকা ব্যয়ে ২৭৮ মিটার দৈর্ঘ্য Rcc ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।
মেসার্স সাত্তার ট্রেডার্স নীলফামারী Rcc ঢালাই কাজের উদ্বোধন করাকালীন সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, জাতীয়তাবাদীদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান,যুবদলের নেতা সহিদুল ইসলাম সেলিম, আবু বক্কর সিদ্দিক, শ্রমিকদলের সভাপতি আঃ রশিদ, কলেজ শাখার ছাত্রদল সভাপতি লেমন ইসলাম, সেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, যুবদলের নেতা শাকিল ইসলাম, ঠিকাদার আফজাল শাহ ফকির মুন প্রমুখ।
নেতারা বক্তব্যে বলেন, ডিমলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই এর আদর্শ দলমত নির্বিশেষে সকলকে বাস্তবায়ন করতে অনুরোধ জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.