হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঢাকা ব্যাংক ও পেট্রকম বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৪৭০ জন কৃষকের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ৬ ডিসেম্বর নেকমরদ কারিগরি কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুল হাসান, ঠাকুরগাঁও জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সুগার মিলের সহকারী মহা-ব্যবস্থাপক আবু রায়হান, এসএভিপি ঢাকা ব্যাংক দিনাজপুর শাখার আজম মেহরাব, প্রেট্রোকেম বাংলাদেশ লিঃ ব্যবস্থাপক বিজয় কুমার সাহা,ডেপুটি বিতরণ ব্যবস্থাপক কামরুল হাসান ও প্রেট্রোকেম বাংলাদেশ লিঃ এর পরিবেশেক খাইরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.