ডেস্ক নিউজ : শরীয়তপুরের জাজিরায় থানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে থানা ভবনে তার কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।
পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে জানান, "আমরা এসে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি ঝুলছে।"
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে, নিশ্চিত হতে অধিকতর তদন্তের কথা জানান পুলিশ সুপার।
"শরীরের অবস্থান এবং ফাঁস দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে, সিআইডির ফরেনসিক দল আসলে আমরা সুরতহাল করবো এবং তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে," বলে তিনি জানান।
সুত্র: বিবিসি বাংলা
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.