তাপস বিস্বাস, কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি॥ফের দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। রাজারহাটে তৃণমূলের তরফে আয়োজিত এক রক্তদান শিবিরে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বললেন, ‘আমাদের দলের কিছু কিছু মানুষ অন্যায় করেছে বলে মনে হচ্ছে। কিন্তু কোর্ট যতক্ষণ না বলছে আমি হ্যাঁ বলব না।’ তাঁর কথায়, ‘সমাজে যেমন ভালো লোক আছে, তেমন খারাপ লোকও আছে। তার প্রতিফলন সব রাজ্যে আছে।
এর আগেও শোভনদেব দাবি করেছিলেন যে কোনও দলের ১০০ শতাংশ নেতা-কর্মী সৎ হতে পারেন না। সেই সুরেই শোভনদেব রবিবার আবারও বলেন, ‘গোটা বিশ্বে যদি কোনও রাজনৈতিক দল বলে তার দলে একটিও খারাপ লোক নেই, তাহলে সেই দলের চাকরবৃত্তি করব।’ কয়েকদিন আগেও এই একই কথা বলেছিলেন তৃণমূল সরকারের মন্ত্রী। আবারও এই কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। দলের কেউ ‘ভুল’ করলে, গোটা দল খারাপ নয়, এটাই তাঁর বক্তব্য। বিজেপিকে তোপ দেগে তৃণমূল নেতা প্রশ্ন করেন, ‘যারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল, তাদের যাওয়ার রাস্তা কে করে দিল?’
এদিকে তৃণমূলে অসৎ লোক থাকার কথা কার্যত স্বীকার করে নিয়ে শোভনদেব বলেন, ‘সারা ভারতের সব নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম করে। যেসব রাজ্যে ওদের (বিজেপির) বিরুদ্ধ দল আছে, রাজনৈতিকভাবে লড়াইয়ের ক্ষমতা নেই, সেখানেই ইডি, সিবিআই লাগিয়েছে।’ উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই ধারাবাহিক ভাবে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করে এসেছে বিজেপি। এর প্রেক্ষিতে শোভনদেবের বক্তব্য, ‘একজন চুরি করলেও দলের সকলে চোর নয়।’
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.