ডিমলা, নীলফামারী প্রতিনিধি : সীমান্ত আইন লঙ্ঘনে প্রায় আধা কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্তের পার্শ্ববর্তী এলাকা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে আবারও শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এ ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে।
বিএসএফের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় জড়ো হতে থাকে স্থানীয় বাসিন্দারা।
এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাটগ্রামের মুন্সিপাড়া সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮ / ৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন কিছু নির্মাণ শ্রমিক। সেখানে ভারতের রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়েই তাৎক্ষণিকভাবে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নির্মাণ কাজে বাধা প্রদান করেন তাঁরা। বিজিবির আপত্তি উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এর এক পর্যায়ে বিএসএফ সদস্যরা ও নির্মাণশ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে চলে যায়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.