ভারত থেকে মনোয়ার ইমাম॥ গত ডিসেম্বর মাসে দিল্লির পৌরসভা নির্বাচন করা হয়েছিল। এই নির্বাচনে মোট ২৫০টি ওয়ার্ডে নির্বাচন হয়। নির্বাচনে দিল্লির আম আদমি পার্টি পায় মোট ১৩৪ টি, বিজেপি ১০৪টি এবং ভারতের জাতীয় কংগ্রেস পায় ৯টি আসন। কিন্তু দ্বন্দ্ব বাঁধে দিল্লির রাজ্যে পাল ভি কে সাক্সেনার মনোনীত ১০ জন প্রার্থীর ভোট প্রয়োগ করা নিয়ে।
বিজেপি নতুন করে দিল্লির মেয়র করতে মাঠে নামে। কিন্তু দিল্লির আম আদমি পার্টি দিল্লির মেয়র ও রাজ্যে পালের মনোনীত প্রার্থী রা ভোট অধিকার আছে কি না এই নিয়ে দীর্ঘদিন চলে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে মামলা। আজ ভারতের সর্বোচ্চ আদালত জানিয়েছেন যে, দিল্লির রাজ্যে পালের মনোনীত প্রার্থীরা ভোট দিতে পারবে না এবং দিল্লির মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন আম আদমি পার্টির মেয়র শেলি।
শেলি ১৫০ ভোট পায় এবং বিজেপি র প্রার্থী রেখা গুপ্ত পান ১২৫ টি ভোট। এর মধ্যে ৩জন রাজ্যে সভার এবং ৭ জন ভারতের লোকসভার, যারা দিল্লি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং ১৪জন বিধায়ক দিল্লির ভোট দিতে পারেন।
আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ওয়াই এস চন্দ্রচূড় এই রায় ঘোষণা করেন। আগামী দিনে আম আদমি পার্টির শেলি আবার ভারতের রাজধানী দিল্লি র মেয়র হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.