আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা): দেবহাটা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই জন রক্তাক্ত জখম অবস্থায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
আহতরা হলেন, উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আদেল দলদার ও তার ছেলে আনারুল দলদার, তারা বর্তমান দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত আদেল দলদারের স্ত্রী রোকেয়া খাতুন জানায় আমাদের মোড় মার্কেটের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে, আমাদের শরিক ইব্রাহিম দলদারের ছেলে ছাদেক ও কাদের দলদার, কাদের দলদারের ছেলে সাইফুল ও আরিফুল দলদার, ছাদেক দলদারের ছেলে আশরাফুল ও আসাদুল দলদারের সাথে। এই ঝামেলা কে আপস মীমাংসা করার জন্য। ২৭ শে নভেম্বর রাতে তাদের সাথে কথা হয়, কিন্তু তারা পরের দিন ২৮ শে নভেম্বর সকালে উত্তর পারুলিয়া সৈয়দের সারের দোকানে সামনে আমার দেবর বাদেল দলদারের সাথে দেখা হলে, কথা কাটাকাটির এক পর্যায় তারা আমার দেবরকে লাথি, চড়, কিল, ঘুষি মারিয়া তার শরীরের বিভিন্ন স্থানে ফোলাজখম করে। পরবর্তীতে ইং-৩০শে নভেম্বর রাত্রি অনুমান ৮.টার সময় দ্বিতীয় পর্যায়ে আমার শাশুড়ী তাহেরন নেছা এর বসত ঘরের সামনে আমার ছেলে আনারুল কে আক্রমন করে রক্তাক্ত জখম করে। ঐ সময় আমার স্বামী আদেল দলদার ঠেকাইতে গেলে বিবাদীগন তার উপরেও চড়াও হয়ে মাথার পিছনের অংশে বাড়ি মারিয়া রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে থানায় অভিযোগ দিলে, দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্তের জন্য হাসপাতালে ও ঘটনা স্থালে পুলিশ সদস্যদের পাঠিয়েছি। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.