আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ নিজাম উদ্দিন মোল্লল্লার নেতৃত্বে গত ০২/০১/২০২৫ খ্রি. আনুমানিক রাত ৮ টায়৩৫ মিনিটে দেবহাটা থানার জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে দেবহাটা থানার -কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজী ছেলে মোঃ আসাদুল গাজী (৩২) কে ০৩ টি বিদেশী পিস্তল, ০৬টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার পূর্বক তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশী পিস্তল বাটসহ লম্বা ৮ ইঞ্চি। বাটের দুই পার্শ্বে চাচ যুক্ত। বাটের উভয় পার্শ্বে সোনালী রংয়ের ধাতব তৈরী স্টার চিহ্ন আছে। যার ফায়ারিং পিন ও ট্রেগারসহ অস্ত্রটি সচল। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 111 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা আছে এবং তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট হতে ০১ টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা,০১ (এক) টি OPPO মোবাইল ফোন যার মডেল নং-CPH2285 ৫। ০১ টি ১০০০/- টাকার নোট, ০৪ টি ১০০/- টাকার নোট, ৪ টি ৫০/- টাকার নোট সর্বমোট ১৬০০/- উক্ত আলামতগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পবরর্তীতে আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৩/০১/২০২৫ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), (F) রুজু হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.