দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি॥ দেবহাটা উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২২ ইং দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মডেল মসজিদের সর্বশেষ কাজ পরিদর্শন করতে আসেন।
গত ২ বছর আগে সরকার প্রতিটি উপজেলাতে একটি করে মডেল মসজিদ নির্মানের কাজ শুরু করে। সেই কাজের অংশ হিসেবে দেশের অনেক উপজেলাতে মডেল মসজিদ নির্মান সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো ইতিমধ্যে উদ্বোধন করেছেন। দেবহাটা উপজেলা মডেল মসজিদটির কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ ইং এই মসজিদটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সেই কাজের অগ্রগতি পরিদর্শন করার জন্য আসেন।
এসময় জেলা প্রশাসকের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.