আব্দুল্লাহ আল মামুন : সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ দেবহাটা থানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব শেখ মাহমুদ হোসেন, অফিসার ইনচার্জ দেবহাটা থানা।
এ সময় তিনি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামল কুমার চৌধুরী, টিআই(প্রশাসন),ট্রাফিক শাখা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.