আব্দুল্লাহ আল মামুন, (সাতক্ষীরা) : দেবহাটা উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে আগস্ট শনিবার বিকাল ৫-টায় দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন আহবায় কমিটির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।
সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান মুকুল যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান, জাকির হোসেন মাসুম বিল্লাহ, এডভোকেট জাহাঙ্গীর কবির, হাসান শারাফী,আলতাফ হোসেন, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, সুমন পারভেজের। সদস্য রফিকুল ইসলাম খোকা।
বক্তারা বলেন, নিজেদের আবেগের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্য গড়ে তুলতে হবে। দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, আগামী নির্বাচনে যাকে নমিনেশন দেবেন আমরা সবাই তার হয়ে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.