কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড প্রতিনিধি॥ চট্টগ্রাম সীতাকুন্ড মডেল থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযানে জামাল উদ্দিন নামে এক ডাকাত কে অস্ত্র গ্রেফতার করেছে।
১৭ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় সীতাকুন্ড মডেল থানাধীন ৫নং বাড়বকুন্ড ইউনিয়নের ২নং ওয়ার্ড এর উত্তর মাহমুদাবাদ শুকলালহাট সাকিনস্থ চিটাগাং কেমিক্যাল ফ্যাক্টরীর ২ নম্বর গেটের সামনে রেল লাইনের উপর বসে থাকা অবস্হায় একটি দেশীয় তৈরি শুটার গান, ০৪ টি কার্তুজসহ পরোয়ানাভুক্ত ডাকাতির মামলার আসামী জামাল উদ্দিন(২৯), পিতা-আবুল কাশেম, সাং-উত্তর দাড়ালিয়াপাড়া (কেশনের বাড়ীর সংলগ্ন), ৩নং ওয়ার্ড, বাড়বকুন্ড ইউপি, থানা- সীতাকুন্ড, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে সীতাকুন্ড থানার মামলা নং-২৬, তাং১৭/১২/২২ ইং, ধারা-১৯ এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে আজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে সন্ধীপ যাওয়াকালে এক যাত্রীর ব্যাগ তল্লাসী করে একটি বন্দুক ও ৪ রাউন কার্তুজ সহ এক যুবক কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.