কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: “-বিজ্ঞান ও প্রযুক্তি” উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ হল রুমে দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিক এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ও আলোজনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা নির্বার্হী অফিসার সঞ্জিতা বিশ্বাস এর সভাপতিত্বে মেলার সমাপ্তি ঘোষনা শেষে মেলায় অংশ গ্রহনকারী স্টল গুলোর মধ্যে তিন ক্যাটাগরিতে সেরা তিনটি স্টলকে ও অংশ গ্রহন কারী শিক্ষা প্রতিষ্ঠানকে সান্তনা পুরস্কার বিতরণ করেন । উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্ত যোদ্ধা মোঃ এবাদুর রহমান প্রামানিক। সহকারী কমিশনার( ভূমি) শ্রী অঞ্জন কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেবনাথ। ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসা এসএম নাছির উদ্দিন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কেএম মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অফিসার বৃন্দ,সংবাদিক, শিক্ষকমন্ডলী, সুধিজন, শিক্ষার্থীবৃন্দ। মেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানর স্টলের মাধ্যমে তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রর্দশন করেন। সমাপনি বক্তব্যে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পরির্তনে আনবে এই মেলা।বিশষ করে তরুন সমাজকে জ্ঞান চর্চায় উদ্বদ্ধ এব তাদের উদভাবনী ক্ষমতা বিকশিত করার অর্পূব সুযোগ এই মেলা। তরুন সমাজকে অশ্রীলতা, মাদকাসক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের প্রিতিভা বিকশিত ঘটবে ও উদ্ভাভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তদের উদ্বাভনে পাল্টে যাবে দেশ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.