জান্নাতুল বিশ্বাস.নড়াইল॥ ''দুর্ঘটনা-দুর্যোগ হৃাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুব আধলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.