ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরে স্কুঠ পর্যায়ে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। মোট ৩২ লাখ সাত হাজ বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকদর্তারা।
সোমবার সকাল দশটায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এর সভাপতিতে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান। পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন অতিথিবৃন্দ। প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন অতিথিবৃন্দ।
জেলা শিক্ষা অফিসার সাহাদুজ্জামান জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লক্ষ ১৭ হাজার ৯১ জন শিক্ষার্থীর হাতে ২৩ লক্ষ ৮৮ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে আট লাখ ১৯ হাজার বই। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে সাত লাখ ৮৯ হাজার ৭৫০টি, ইংরেজী ভার্সনে দুই হাজার ২৪৭টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষাক্রমে ১৪৪টি এবং প্রাক প্রাথমিকের জন্যে ২৭ হাজার।
শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহা খুশী হয়ে বাড়ি ফিরে যায়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.