ইমাম হাছাইন পিন্টু, নাটোর : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৪ মার্চ, ২০২৪ খ্রিঃ তারিখে নাটোর জেলার সদর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সদর উপজেলার নীচাবাজার এলাকায় অবস্থিত খান স্টোরকে (স্বত্বাধিকারীঃ মো: নাসির খান) ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২,৫০০/=, (দুই হাজার পাঁচশত টাকা), একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স মাধব সোহাগ ফল ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: সোহাগ হোসেন) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অপরাধে ২,০০০/= (দুই হাজার) এবং একই বাজার এলাকায় অবস্থিত রিফাত স্টোরকে (স্বত্বাধিকারী: মো: সিরাজ) মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৫১ ও ৪৫ ধারায় ১০,০০০/- (দশ হাজার, টাকাসহ সর্বমোট ১৪,৫০০/= (চৌদ্দ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার সদর থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। এবং তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.