ইমাম হাছাইন পিন্টু, নাটোর : মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লাকে(৭০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ ৬ মার্চ নাটোর সদর উপজেলার লোচনগড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা সদর উপজেলার রুয়েরভাগ এলাকার মৃত মহসিন আলী মোল্লার ছেলে।
মকছেদ আলীর পারিবারিক সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই এলাকার কিছু দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা ঘটনার খবর পেয়েছি কিন্তু এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। তারপরেও এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.