ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নাটোরে শহীদ মিনারে মানুষের ঢল নামে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহরের কানাইখালি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে নাটোর জেলা বিএনপি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা রহিম নেওয়াজ,ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব সহ বিএনপির যুবদল ছাত্রদলের নেত্রী বর্গ।
এছাড়াও জেলার গুরুদাসপুর, সিংড়া, নলডাঙ্গা, লালপুর বাগাতিপাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন বিএনপি সহ অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ
পরে ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.