মোঃ আনোয়ার হোসেন ডিমলা, (নীলফামারী): নীলফামারী জেলা কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের। গতকাল বিকালে সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এই কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারন সম্পাদক মো. শাহীন আকতার, সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের সভাপতি ও নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির নীলফামারীর জেলার মো. রফিকুল ইসলামকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.