কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড যাত্রীসেজে চালককে নেশাজাতিয় কিছু শুকিয়ে অজ্ঞান করে অটোরিকশা টি নিয়ে চম্পট দিয়েছে ছিনতাইকারী চক্র।
বাড়বকুণ্ড সেবা পেট্রোল পাম্প সংলগ্ন বাসিন্দা অটোরিক্সা চালক বাবুলের ছেলে ফরহাদ হোসেন জানায়,সীতাকুণ্ড থেকে দুজন লোক তার রিক্সাটি ভাড়া করে চাড়াল কান্দি প্রযন্ত আসা যাওয়া পাঁচশত টাকা,
চাড়ালকান্দি পিএইচপি গ্লাস কোম্পানীর কাছে ব্রীজের কাছে এসে দাড়া করায়,চালক ইকবালের মুখে কি গুজে দিয়ে তাকে ধরে ব্রীজের নিচে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করতে আসতে চাইলে মালিক তাকে আসতে দেয়নি।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.