পঞ্চগড় ও বোদা প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপি’র সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে পঞ্চম দিনেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সামাউন হক, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিমউদ্দিন, কৃষকদলের সদস্য সচিব ও ইউপি সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া জান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আটোয়ারী উপজেলা বিএনপি গত ২ জানুয়ারি বলরামপুর ইউনিয়ন বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে অসাংগঠনিকভাবে একটি পকেট কমিটি গঠন করেছে। ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার ক্ষমতা উপজেলা কমিটির নেই। বক্তারা উল্লেখ করেন, জেলা বিএনপি ২১ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপিকে শোকজ করে। ২৩ তারিখ শোকজের জবাব দেওয়ার কথা ছিলো। কিন্তু তারা শোকজের জবাব না দিয়ে সম্মেলন ছাড়াই একটি পকেট কমিটি ঘোষনা করেন।
বক্তারা আরো বলেন, সাংগঠনিক অদক্ষতা ও দলীয় গঠনতন্ত্রকে উপেক্ষা করেছে আটোয়ারী উপজেলা বিএনপি। আমরা উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের পদত্যাগ দাবী করছি। আপনারা (উপজেলা)বলরামপুর নিয়ে অনেক খেলা খেলেছেন। আমাদের নিয়ে আর খেলতে দেওয়া হবে না। কমিটি গঠন করতে আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাথে আঁতাত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা। গত উপজেলা পরিষদ নির্বাচনে বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলের ভোট করেছিলন মোস্তা।
এর আগে শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে ও শনিবার (২৫ জানুয়ারী) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অসাংগঠনিক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
জানা গেছে, শোকজ থাকার পরও গত ২৩ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি মোস্তাফিজুর রহমান মোস্তাকে সভাপতি এবং আব্দুল বারী বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। এ কমিটি নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং কর্মসূচিতে কমিটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ থেকে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.