মোহাম্মদ জুবাইর॥ গত শনিবার (২২ জুলাই) রাতে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আবু ছালেক (৪০) নামের এক ব্যাক্তির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ভাইয়ার দিঘির উত্তর পাড়া গাউছুল আজম জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।
ঘটনার পরের দিন রবিবার আহত যুবকের ছোট বোন ঝিনু আকতার (২৬) বাদী হয়ে ৫ জনকে আসামি করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার মৃত আমিনুল হকের দুই ছেলে এনামুল হক মজুমদার (৪৫) ও হারুণ উদ্দিন মজুমদার (৪০), মজুমদার, মৃত ইছহাক খানের ছেলে ফেরদৌস খান (৪০), মাহমুদ মিয়া মজুমদারের ছেলে হেলাল উদ্দিন মজুমদার (৩৮) ও আজিমুল হকের ছেলে আরবিন মজুমদার (২৫)।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রেসস্ত্রে তার উপর এ অতর্কিত হামলা করা হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায় তারা অত্র এলাকার কিশোর গ্যাং লিডার ।
তখন তার ছোট বোন চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকে ছাকু দিয়া হত্যার উদ্দেশ্যে আহত করে।চাকুর আঘাতে ঝিনু গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা সঙ্গবদ্ধভাবে তার কাপড় টানাহেঁচড়াপূর্বক শ্রীলতাহানী করে এবং আসামিরা তখন ঝিনুকের কানে থাকা ০৪ আনা ওজনের কানের দুলও ছিনিয়ে নেয় বলে জানা যায়।
শুধু তাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২৩,৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করেছেন আবু ছালেক। ঘটনার পর পরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঝিনুকের বড় ভাই আবু ছালেক বেশি জখম হওয়ায় এখনো তিনি চিকিৎসাধীন আছেন। তবে ঘটনার পর পরই আসামিরা পলাতক বলে জানা যায়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.