মোঃ আবদুল আলিম, পটুয়াখালী॥ পটুয়াখালী জেলা শহরের পুরান বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে বিভিন্ন খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করেছেন পটুয়াখালী ও ভোলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কনিজ সুলতানা হেলেন(এম.পি.)।
গত ৩ মে ২০২৩ তারিখ পটুয়াখালী পৌরসভার পুরান বাজার এলাকায় আগুন লেগে বড় আকারের দুটি গোডাউন সহ ৪৪ টি দোকান ও বসত ঘর পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।উক্ত অগ্নিকান্ডে ৪৪ টি পরিবার তাদের সবকিছু হাড়িয়ে পথে বসেছে।এই সকল পরিবারের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা ও ব্যাক্তিবর্গ।এরই ধারাবাহিকতায় আজ পটুয়াখালীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন (এম.পি) ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সহ শাড়ী ও লুঙ্গি বিতরন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব কাজী আলমগীর হোসেন,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভি.পি.আবদুল মান্নান,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃআবুল খায়ের ও জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.