পাইকগাছা (খুলনা), সংবাদদাতা : খুলনার পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রভাত সরকার (৫৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের কুঞ্জু বিহারী সরকারের ছেলে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। থানায় অপমৃত মামলা হয়েছে।
মৃতের ছোট ভাই মকররঞ্জন সরকার জানান,তার বড় ভাই আলু ক্ষেতে পানি দিতে যায়। এ সময় অসতর্কতা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে জমিতে পড়ে ছিলো। পাশ্ববর্তী এক নারী দেখে তার বাড়িতে সংবাদ দিলে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তার মৃত্যু দেহ উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরৎহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.