রিফাত আরেফিন : পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিটে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নাজমুল হোসেন তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
আসামিরা হলেন রাজারহাটের ইউনিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক বেজপাড়ার বাসিন্দা রাজু আহমেদ আরিফ, রামনগর খানপাড়ার আব্দুল হালিম এবং শহরের পোস্ট অফিস পাড়ার শামীম হোসেন।
এজাহারে নাজমুল হোসেন উল্লেখ করেছেন, ইট ভাড়া ব্যবসা সংক্রান্ত আসামি আরিফের কাছে তিনি ৬ লাখ টাকা পান। ওই টাকা না দিয়ে তিনি ঘুরাতে থাকেন। গত ৫ আগস্ট বিকেলে ৫টার দিকে তিনি রাজারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আসামি রাজুর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে দেখে বাকি টাকা চান। সে সময় টাকা না দেয়ায় তার সাথে তর্কবিতর্ক হয়। পরে বলেন ‘জানিস না দেশ স্বাধীন হয়েছে। কিসের টাকা’। এই বলে তাকে স্প্রিং পাতি দিয়ে মারপিট করে। তার সাথে থাকা অন্য আসামিরা তাকে মারপিট করে। পরে আশেপাশের লোকজন ঠেকিয়ে দিলে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর এই ঘটনায় আদালতে পিটিশন দাখিল করলে বিচারকের নির্দেশে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে এটি মামলা হিসাবে রেকর্ড করে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.