তাওহীদুল ইসলাম শুভ, বরগুনা পাথরঘাটা প্রতিনিধি: বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাথরঘাটা থেকে তিনজন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, পাথরঘাটা উপজেলা আমীর মো:সামিম আহসান,(৫৫) পিং মো: কাঞ্চন আলী হাওলাদা, গ্রাম মুন্সিরহাট, ইউনিয়ন ৩ নং চরদুয়ানি, তিনি বর্তমানে কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন তাকে স্কুল থেকে আটক করে এবং সাবেক পৌর আমীর মাওলানা ফজলুর রহমান, (৫৭) পিতা: হযরত আলী হাওলাদার, বাসা- পাথরঘাটা পৌরসভার ১ নং ওয়ার্ড তাকে বাসা থেকে আটক করে ও মোঃ নাসির উদ্দীন সরদার, (৫২) পিতা: নুরুল ইসলাম সরদার বাসা থেকে আটক করে। পাথরঘাটা পৌরসভার এক নং ওয়ার্ড। তিনি বর্তমানে জামায়াতের রোকন।
পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে এসআই মোঃ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে, বলেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.