স্টাফ রিপোর্টার: পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০০(এক হাজার)পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গতকাল ১৮ ডিসেম্বর (সোমবার) ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)বেনু রায়, এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর এলাকার জনৈক মোঃ আবুল কাশেম এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আনোয়ারুল বিশ্বাস (৪০), পিতাঃ মৃতঃ বাচ্চু বিশ্বাস, গ্রাম-সানিক দিয়ার (পূর্বপাড়া) ও আসামী ২। মোঃ হাফিজ উদ্দিন খান (৩২), পিতাঃ মোঃ শাজাহান খান, গ্রাম-হেমায়েতপুর (চেয়ারম্যানপাড়া), উভয় থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ১০০০(এক হাজার)পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.