স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প'র আবাসিক গ্রীনসিটির চারতলা ভবন'র জানালা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার ভবন'র এর ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক POSHTARUK KSENIIA (৪০) রুপপুর প্রকল্পের Smu-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।
এ ঘটনার কিছুক্ষণ পরে গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও থানার ওসি শহিদুল ইসলাম শহিদ সহ রুপপুর ফাঁড়ির সদস্যরা গ্রীণসিটি এলাকা পরিদর্শন করেন।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, প্রাথমিক সুত্রে জানা যায়,নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.