পার্বতীপুর থেকে হেলাল উদ্দিন॥ পার্বতীপুরে ১২টি মসজিদ ও এতিমখানার দুঃস্থদের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান সহায়তা করেছেন প্রকৌশলী হুমায়উন কবির।
মঙ্গলবার (১৮ এপ্রিল ) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেক জেলা সমবায় অফিসার মৃত-শরিফুল ইসলামের ছেলে প্রকৌশলী হুমায়উন কবিরের নিজ বাসা থেকে 'মা' হাছনা বানুর হাত দিয়ে ১২টি মসজিদ ও এতিমখানার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গোবিন্দপুর বাজার জামে মসজিদ, যশাই মোড় বাইতুন নূর জামে মসজিদ, কালিকাবাড়ি ডাঙাপাড়া জামে মসজিদ, সাবিলুস সালিম কওমি মাদ্রাসা, দারুস সালাম জামে মসজিদ চককৃষ্ণপুর,দারুস সুন্নাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, বায়তুন নূর জামে মসজিদ সর্দারপাড়া, মন্মথপুর মুন্সিপাড়া জামে মসজিদ, পশ্চিম হোসেনপুর পূর্বপাড়া মসজিদ, হয়বৎপুর মন্ডলপাড়া জামে মসজিদ, কুতুবপুর চেয়ারম্যান পাড়া জামে মসজিদ, আল আমিন কওমি মাদ্রাসা ও এতিমখানাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ ১০,০০০/= (দশ হাজার) টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী হুমায়উন কবিরের বড় ভাই বিশিষ্ট সমাজসেবী ও পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস এন্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি হারুন উর রশিদ, মসজিদের ইমাম ও এতিমখানার প্রতিনিধিগণ।
প্রকৌশলী হুমায়উন কবির তার বক্তব্যে বলেন,,মহান আল্লাহ তা-আলা যদি আমাকে তৌফিক দেন আমি আরো অনুদান দেব, এবলে আশ্বস্ত করেন এবং সকলের কাছে মরহুম বাবার মাগফেরাত কামনা, মা ও পরিবারের জন্য দোয়া, নিজের জন্য দোয়ার কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে, উপস্থিত সকলের হাতে পবিত্র মাহে রমজানের ইফতারি তুলে দেওয়া হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.