আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁও-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে পীরগঞ্জ পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডবাসীর পক্ষে আলী পুকুর ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা হাজী সংগঠনের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আসাদুল ইসলাম বুলু, পৌর জাতীয় পার্টির আহবায়ক সহকারি অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর সমসের আলী, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নুরুজ্জামান, যুবলীগ নেতা মির্জা, বাদশা প্রমূখ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.