হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : প্রথম আলো, ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আ.লীগ দক্ষিণ ও পচিম।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে দক্ষিন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক এক যুক্ত বিবৃতিতে প্রথম আলো ডেইলি ষ্টার সহ বিভিন্ন পত্রিকা অফিস ভাংচুর, অগ্নিসংযোগ সহ সাংবাদিকদের গ্রেফতার এবং নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পচিম এর সভাপতি ডাঃ রবি আলম এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য শফিকুল আলম বরকত এক যুক্ত বিবৃতিতে প্রথম আলো, ডেইলি ষ্টার সহ বিভিন্ন পত্রিকা অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ সহ সাংবাদিকদের গ্রেফতার এবং নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। খবর বাপসনিউজ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ভাবে সংবাদপত্র এবং বাকস্বাধীনতার কণ্ঠকে চেঁপে ধরতে আগে আর দেখা যায়নি। আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা এক হাজারের উপর প্রিন্ট মিডিয়া , ৪৪টি টিভি চ্যানেল দিয়ে দেশকে বাকস্বাধীনতার স্বর্গে পরিণত করেছিলেন। অথচ এই অবৈধ, স্বৈরাচারী সরকার "চোরের মার বড় গলার মত" শেখ হাসিনার অবাধ বাকস্বাধীনতার সরকারকে বাকস্বাধীনতা হরণকারী বলে আসছে।
তাই আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্য হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে স্বাধীনতা বিরোধী এই স্বৈরাচারী সরকারকে বিদায় করি।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.