মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন। সোমবার (২২ মে) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পৌর শহর চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগ সভাপতি সইদুল হক, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহাম্মেদ,আ.লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আলমগীর হোসেন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা,যুবলীগ সাধারন সম্পাদক রমজান আলী, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপজেলা আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা প্রশান্ত বসাক।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.