রবিউল হক বাবু, (ফুলপুর) ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ৫ মার্চ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এমি আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা নির্বাচন সহকারী অফিসার একে এম লুৎফর রহমান, উপজেলা একাডেম সুপারভাইজার পরিতোষ সূত্রধর সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাও সাংবাদিক বৃন্দ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.