ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও জিরা সহ ২ জনকে আটক করে উপজেলা থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আটককৃতরা হলেন, ১)পৌর আমুয়াকান্দ এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান হৃদয় (২৮)। (২) রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে, মোঃ মাসুদ রানা (২৭)।
এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ২২শে জানুয়ারি আজ বুধবার দুপুরে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুহাট সংলগ্ন রাস্তার একটি গুদাম হতে ভারতীয় অবৈধ মালামাল সহ ২ জনকে আটক করেন যৌথ বাহিনীর একটি টিম।
ঘটনাস্থলে ভারতীয় চিনি ১২৭ বস্তা, জিরা ১৬ বস্তা, ১ টি সেলাই মেশিন , ১ ট সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১৯৫ খালি বস্তা সহ তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান, আটককৃতদের ওপর আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.