রবিউল হক বাবু, (ফুলপুর) ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত ও মতবিনিময় করেছেন ফুলপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আজ সোমবার ২৮'ই অক্টোবর বিকালে উপজেলা পরিষদের হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় তিনি বলেন গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি।আমি আশা করি, সকলের সহযোগিতায় উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে।
মতবিনিময়ে ফুলপুর উপজেলাকে নিরাপদ,সুন্দর গতিশীল করা এবং সঠিকভাবে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা,ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
এছাড়াও উপস্থিত সাংবাদিকরাও তাদের বক্তব্যকালে দুর্নীতিমুক্ত উপজেলা প্রসাশন গঠনে সকল সাংবাদিক নবাগত ইউএনও’র পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ফুলপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মো: নাজিম উদ্দীন সহ অত্র সংগঠনে সাংবাদিক প্রমুখ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.