রবিউল হক বাবু (ফুলপুর) ময়মনসিংহ : ফুশাস পরিবার "ফুলপুর শান্তি সংঘ" একটি ঐক্যবদ্ধ সমাজ সেবামূলক সংস্থা। যা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থাটি ২০১৭ খ্রিঃ হতে এ পর্যন্ত কার্যক্রম চলমান রেখেছে। "ফুশাস" পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক: মো: রাকিবুল আলম খান।
ফুলপুরে ১০ টি ইউনিয়নে অসংখ্য মেধাবী, দক্ষ ও পরিশ্রমী স্টুডেন্ট, পেশাজীবি সহ অনেক সমাজসেবক মানুষ সংস্থার সদস্য হিসেবে উক্ত সংগঠনে কাজে নিয়োজিত রয়েছে ।
বর্তমানে ফুলপুরের মাটি ও মানুষের জন্য, সর্বোপরি দেশের উন্নয়নের জন্য একটি আস্থার জায়গা তৈরী করতে বিশেষ কার্যকর সফল হয়ে ওঠেছে। উক্ত ফুশাস সংস্থার একটি কার্যকরী কমিটি রয়েছে।
কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক জনাব মোঃ তুসিব আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আলীম । এছাড়াও ফুলপুরে প্রতিটি ইউনিয়নে রয়েছে একজন করে দায়িত্বশীল ইউনিয়ন প্রতিনিধি । যাদের মাধ্যমে বর্তমানে বিভিন্ন ইউনিয়নে "শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৩ইং" বাস্তবায়ন চলমান-চিত্রে ধারণ করা হয়েছে।
আসুন, আমাদের "ফুশাস পরিবার" কে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। "ফুলপুর শান্তি সংঘ" এর সদস্য হয়ে আপনি যেখানেই বসবাস করেন না কেন, দেশ বা বিদেশ সব জায়গা হতেই সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.