মোঃ মেহেদী হাসান বগুড়া(প্রতিনিধি)॥ বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে বগুড়ায় র্যাবের অভিযানে ১১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলো কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার উত্তর তেতাভুমির হোসেন মিয়ার ছেলে নাজমুল হাসান (২৯)আব্দুর ওহিদের ছেলে তমু মিয়া (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে দিনাজপুর গামী একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় মাদক পরিবহন করা হচ্ছে। তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একশত দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.