এনামুল কবীর এনাম : নওগাঁর বদলগাছী উপজেলায় চলমান শৈত প্রবাহের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি করেছেন জেলা শিক্ষা অফিসার।
জানা গেছে গত ১৬/০১/২৪ তারিখে ৭৪/মে/১৪-৭৮,স্বারকে ঢাকা শিক্ষা অধিদপ্তরের নির্দেশে নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান গত ২১/০১/২৪ ইং তারিখ ঘোষণা করেন।তিনি চিঠিতে উল্লেখ করেন আগামী ২২ শে জানুয়ারি ২৪ ইং চলমান শৈত প্রবাহ নওগাঁ জেলায় ১০ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের কারনে ইস্কুল গামী ছেলে মেয়ের বিভিন্ন জটিলতা সমস্যা হতে পারে মর্মে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।
উক্ত আদেশ মোতাবেক বদলগাছী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ২২ জানুয়ারি সোমবার হতে সকর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।
এবিষয়ে মিঠাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনারা দৈনিক বাংলাদেশ সকাল বদলগাছী উপজেলা প্রতিনিধি কে বলেন, উপরের নির্দেশে এবং নিজেরাও চলমান শৈত প্রবাহ কেটে পথ চলাচল করতে পারছি না।
৭০/৮০ বছরের বয়স্ক ব্যক্তিদের কাছে জানতে চাইলে তিনারা বলেন ৫০ বছরের মধ্যে নওগাঁতে এইরকম শীত আমরা কাঁটায়নি।অনেকেই বলছেন এটি এক প্রকার গজব, সরকারি ভাবে শীতের কম্বল সহায়তা থেকে বঞ্চিত অনেক অসহায় পরিবার।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.