রুস্তম আলী শায়ের, বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী কালিপদ সাহার ছোট ছেলে পার্থ সাহার নিজস্ব ফেসবুক পেজে মহানবী হযরত মোহাম্মদ সাঃ এবং তার মাকে নিয়ে কটূক্তি করার অপরাধে এই পার্থ সাহাকে গ্রেফতার করা হয়েছে।
গত (২৮ শে নভেম্বর) বৃহস্পতিবার কালিপদ সাহার ছোট ছেলে পার্থ সাহার নিজস্ব ফেসবুক পেজে এই কটূক্তি প্রকাশ পায়। এর পর তাহেরপুর পৌরসভার ধর্মপ্রান মুসলমান ও বিক্ষুব্ধ জনতার চাপের মুখে রাত্রি ১০টায় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সোহাইল রানার নেতৃত্বে এসআই জাহাঙ্গীর তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে নিজ বাড়ি থেকে পার্থ সাহাকে গ্রেফতার করেন। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহাইল রানা জানিয়েছেন, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত কেন্দ্র থেকে বাগমারা থানায় পাঠান হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একটি মামলা রজ্জু হয়েছে। সে এখনো পুলিশ হেফাজতে আছে।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পার্থ সাহা তাঁর ফেসবুক পেজে মহানবী হযরত মোহাম্মদ সাঃ এবং তার মাকে নিয়ে যে লেখা পোস্ট বা কটুক্তি করেছে সে আইনের কাছে অপরাধী। আর তার অপরাধের কারনে এবং ইসলাম ধর্মকে অবমাননা করার কারনে ২৯৫ ধারায় একটি মামলা হয়েছে (মামলা নম্বর ৩৫)।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.