ডেস্ক নিউজ: রাজধানীতে ডাকা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের (৩২) মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও বিজয়নগর মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসময় হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
সুত্র: দেশ টিভি
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.