স্টাফ রিপোর্টার॥ আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি ও প্রতিদিনের রাজশাহীর প্রকাশক ও সম্পাদক জুয়েল আহমেদের সাথে ৯ নং প্যারীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোরশেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় প্রতিদিনের রাজশাহী নিউজ পোর্টালের পক্ষ থেকে ৯নং পারিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আলী মোরশেদ এর হাতে সম্মাননা স্মারক প্রদান করেন বিএমএসএস এর সভাপতি ও প্রতিদিনের রাজশাহীর সম্পাদক ও প্রকাশক জুয়েল আহমেদ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় অফিস ও প্রতিদিনের রাজশাহী প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএস এর মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রিনা বেগম, বিএমএসএস রাজশাহী বিভাগের এর সাংগঠনিক সম্পাদক মো: জাব্বির খান, বিএম এসএস এর মো: জিম, শিশু সাংবাদিক জেসমিন আহমেদ, মো হাফিজুর রহমান,উপি সদস্য পারিলা ৯ ন; ইউনিয়ন ৪ন; ওয়াডপারিলা ,রাজশাহী এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.