রিপন হাসান, মেহেরপুর॥ মেহেরপুর মুজিবনগর পর্যটন নগরী ও ইতিহাস সমৃদ্ধ নগরী হিসাবে বাংলাদেশের মানচিত্রে ও স্বাধীনতার ইতিহাসে ওতোপ্রত ভাবে জড়িত। আজ বিশ্ব ভালোবাসা দিবসে মুজিব নগর এর চিত্র দুপুর গড়িয়ে সন্ধ্যা এমনটাই বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য মতে, করোনা প্রভাব আর অর্থনৈতিক মন্দা বিরাজমান সংকট মোকাবিলায় হেরে যাচ্ছে ভালোবাসার মানুষ গুলো । তাই এবার এত জনমানব শূন্য হয়ে পড়েছে। মুজিব নগর গেটের মুদি ও চায়ের দোকান মালিক তারিক বলেন "আজ ভালো বেঁচা কেনা করার আশায় অনেক আইসক্রিম ও চিপস তুলেছিলাম এখনো ৫০০ টাকার কেনা - বেঁচা হয়নি। এই পরিস্থিতিতে আমি মালিককে টাকা দেবো কি আর আমিই বা বাড়িতে বাজারের জন্য কি নিয়ে যাব।
হতাশার এমন তীব্রতা চোখে মুখে বিরাজ মান মুজিব নগর গেটের প্রতিটি দোকান মালিক। এই অবস্থা বেশীদিন থাকলে আমাদের অন্য পেশায় স্থানতারিত হতে হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রকমারী স্টেশনারী দোকান মালিক মামুন।
মুজিব নগরে মানচিত্র পাহারাদার বিজেবি এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমি কয়েক মাস আগে এখানে পোস্টিং এ এসেছি কিন্তু শুনেছিলাম অনেক পর্যটক আসতো আগে, আমি এসে আমার নজরে পড়েনি তেমন পর্যটক।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.