ডেস্ক নিউজ :
বেনাপোলের কুখ্যাত মাদকব্যাবসায়ী সম্রাটকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর। ২২শে জানুয়ারি বুধবার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন রঘনাথপুর বাওড়া কান্দা পাড়া হতে আসামী মোঃ সম্রাট হোসেন (৩৫) কে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী উক্ত গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে। ধৃত আসামীর বেনাপোল অঞ্চলের একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অত্র ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.