বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সজীব হোসেন (১৬) নামের এক ইজিবাইক চালকের গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
বুুধবার সকালে খড়িডাঙ্গা পদ্ম বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজীব গয়ড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি খড়িডাঙ্গা পদ্ম বিলের ধান ক্ষেতে এক যুবকের গলাকাঁটা মরদেহ পড়ে রয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা কান্ড সংগঠিত হয়েছে। আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.