রিফাত আরেফিন : যশোর এর বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর মধ্যে থেকে ভারত থেকে আসা এক নারী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৭৬,৫০০ পরিমান মার্কিন ডলার জব্দ হয়েছে। বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্যরা নাসরিন আক্তার (৪০) নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে এ বিপুল পরিমান ডলার জব্দ করে।
পাসপোর্ট যাত্রী নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেরামারা থানার জামাল উদ্দিন এর স্ত্রী। তার পাসপোর্ট নং এ-১১৩২২২২০। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন বলেন, ভারত থেকে ফেরার পথে কাস্টমস স্কানিং মেশিন পার হওয়ার পর তাকে সন্দেহ বশত তল্লাশি করা হলে তার ল্যাগেজের ভিতর বিশেষ কায়দায় লোকানো ৯ টি মার্কিন ডলার এর বান্ডেল উদ্ধার হয়। এরপর উক্ত ডলার গননা করে সেখানে ৭৬,৫০০ মার্কিন ডলার পাওয়া যায়।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা সুমনা হক এ্যানি স্বাক্ষরিত মেমোতে উল্লেখ করা হয়েছে উক্ত মার্কিন ডলার সাময়িক জব্দ করা হয়েছে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সুপার মোজাম্মেল ভুইয়া বলেন, যেহেতু ভারত থেকে ফিরছে সেহেতু পাসপোর্ট যাত্রীকে আটক করা হবে না। ডলার জব্দ তালিকায় আটক দেখিয়ে বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে। এরপর সে কি কারনে এত গুলো ডলার বহন করছিল তার প্রমান সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় যেতে পারে। যদি সে আইনি প্রক্রিয়ায় ডলার পায় তাহলে তা ফেরত দেওয়া হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.